ঢাকা

পথচারীদের হাঁটার পথ আটকে নির্মাণ করা হয়েছিল মতিঝিল থানা স্বেচ্ছাসেবক লীগের প্রধান কার্যালয়। অভিযান চালিয়ে কার্যালয়টি ভেঙে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার ফকিরাপুল এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ১২টার দিকে কার্যালয়টি ভাঙতে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতা–কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে বাধা উপেক্ষা করে কার্যালয়টি ভেঙে দেওয়া হয়। এ ছাড়া ফকিরাপুল এলাকার ফুটপাত থেকে অন্তত ১৯টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় পুলিশ, আনসার সদস্য ও সিটি করপোরেশনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরীন প্রথম আলোকে বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফকিরাপুলে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ফুটপাতে কেউ কার্যালয় তৈরি করলে তা ভেঙে ফেলতে নিষেধ নেই।
এদিকে সূত্রাপুরে মাইশা খালের জমি উদ্ধারে অভিযান চালিয়েছেন দক্ষিণ সিটির ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কয়েক দশক ধরে খালের জায়গা দখলে করে এসব স্থাপনা তৈরা করা হয়েছিল বলে জানায় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
এ অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, সূত্রাপুরের যে জায়গায় দুই দিন ধরে অভিযান পরিচালনা করা হচ্ছে, সেই জায়গা প্রায় আট দশক বেদখল ছিল। অভিযানের মাধ্যমে বেদখল সম্পত্তি পুনরুদ্ধার করা হচ্ছে। খালের জায়গায় ১৩টি তিনতলা ভবন ও ২০টি একতলা আধা পাকা ভবন উচ্ছেদ করার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হচ্ছে।