- খেলাধুলা প্রতিবেদক
দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার কাছে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই ধাক্কা সামলে উঠতে আজ থেকে ওয়ানডে সিরিজের মিশন শুরু করবে টাইগাররা। কলম্বোর ম্যাচটা বাংলাদেশের জন্য অনেক দিক থেকেই আলাদা। ওয়ানডে সংস্করণে শুরু হতে যাচ্ছে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ যুগ।
দুই অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও মেহেদি হাসান মিরাজ। মঙ্গলবার কলম্বোতে। ছবি: এক্স
এমন সময় মিরাজ বাংলাদেশের নেতৃত্ব স্থায়ীভাবে পেয়েছেন যখন দলের অবস্থা নাজুক। ২০২৪ সাল থেকে এখন অবধি টানা ছয়টি ওয়ানডে হেরেছে টাইগাররা। এর মধ্যে সবশেষ ১১ ম্যাচের আটটিতেই হার। সেই তুলনায় কিছুটা নির্ভার। সবশেষ পাঁচ ম্যাচের দুটিতে হেরেছে শ্রীলঙ্কা। দুই দলেরই লক্ষ্য সিরিজ জয়।
২০০৭ সালে মাহমুদউল্লাহ রিয়াদের অভিষেকের পর এই প্রথম শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ খেলতে নামবে পঞ্চপাণ্ডবের (মাশরাফি, সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক) সবাইকে ছাড়া। লঙ্কানদের মাটিতে কখনও ওয়ানডে সিরিজ জয়ের নজির নেই বাংলাদেশের। এবার সেই দুঃখ ঘোচাতে পারবে মিরাজের দল?
শ্রীলঙ্কার বিপক্ষে শেষ পাঁচটি ওয়ানডেতে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং গড় ৮৫.৫। এ সময় একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি করেছেন নাজমুল। আজও হাসতে চাইবে তার ব্যাট। বিপরীতে ১০০ উইকেটের মাইলফলকের খুব কাছে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৬৩ ম্যাচে ৯৯টি উইকেট নিয়েছেন লঙ্কান স্পিনার।
বল মাঠে গড়ানোর আগে একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের আরও কিছু তথ্য ও পরিসংখ্যান:
র্যাঙ্কিং
বাংলাদেশ: ১০।
শ্রীলঙ্কা: ৪।
মুখোমুখি ৫৭
বাংলাদেশ: ১২।
শ্রীলঙ্কা: ৪৩।
পরিত্যক্ত: ২।
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ: ৩২৪/৫।
শ্রীলঙ্কা: ৩৫৭/৯।
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ: ৭৬/১০।
শ্রীলঙ্কা: ১২৪/১০।
সবচেয়ে বেশি রান
বাংলাদেশ: মুশফিকুর রহিম (১২০৭)।
শ্রীলঙ্কা: কুমার সাঙ্গাকারা (১২০৬)।
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ: মুশফিকুর রহিম (১৪৪)।
শ্রীলঙ্কা: তিলেকরাত্নে দিলশান (১৬১*)।
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ: মাশরাফি বিন মর্তুজা (২৬)।
শ্রীলঙ্কা: মুত্তিয়া মুরালিধরন (৩১)।
সেরা বোলিং ফিগার
বাংলাদেশ: আব্দুর রাজ্জাক (৬২/৫)।
শ্রীলঙ্কা: চামিন্দা ভাস (২৫/৬)।