বাংলাদেশই সম্ভবত একমাত্র দেশ, যেখানে বিরোধী দল বাছাই করেন প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীফাইল ছবি

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সম্ভবত বাংলাদেশই পৃথিবীর একমাত্র দেশ, যেখানে প্রধানমন্ত্রী বাছাই করেন বিরোধী দল কে হবে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, এক ব্যক্তির ক্ষমতালিপ্সার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে আস্থাহীন, অকার্যকর ও হাস্যকর করে ফেলা হয়েছে।

সীমান্তে দায়িত্বপালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের এখন জীবনের নিরাপত্তা নেই বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। বিভিন্ন গণমাধ্যমে যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিজিবির সিপাহি মোহাম্মদ রইশুদ্দীন নিহত হওয়ার খবর উল্লেখ করে এ কথা বলেন রিজভী। গতকাল সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়।

এ বিষয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, ‘এত দিন দেখেছি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে সাধারণ বাংলাদেশি নিহত হয়েছে। আর এখন দেখছি, সীমান্তে এখন বিজিবিরও নিরাপত্তা নেই। অন্য দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে আরেকটা স্বাধীন দেশের সীমান্তরক্ষী বাহিনী হত্যা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটির সঙ্গে রাষ্ট্রের স্বাধীনতা–সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত।’

মানুষ যেখানে খাবারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন, সেখানে শীতার্ত মানুষ কীভাবে গরম কাপড় জোগাড় করবেন—সেই প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, শীতার্ত মানুষের ব্যাপারে এই সরকার উদাসীন।

প্রথম আলো