ফ্রান্সকে বিদায় করে প্রথমবারের মতো শেষ আটে সুইজারল্যান্ড

ফ্রান্সকে বিদায় করে প্রথমবারের মতো শেষ আটে সুইজারল্যান্ড – ছবি : সংগৃহীত

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন। আর ইউরোতে রানার্স আপ। এমন ফর্মের তুঙ্গে থাকা ফ্রান্সকে বিষাদ মাখা এক ম্যাচ উপহার দিলো সুইজারল্যান্ড। দারুণ লড়াকু প্রত্যাবর্তনের পর টাইব্রেকার। এমবাপের পঞ্চম পেনাল্টি মিস। আনন্দে আত্মহারা সুইস শিবির। সবুজ গালিচায় তখন বেনজেমা, জিরুদদের আহাজারি।

ইউরো ফুটবলে সোমবার রাতে শেষ ষোলোর ম্যাচে নাটকীয় টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট ছিল ৩-৩ গোলে ড্র। অতিরিক্ত ত্রিশ মিনিটে হয়নি গোল। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে পাচটি শটেই গোল করেছে সুইজারল্যান্ড। ফ্রান্সও প্রথম চারটি গোল করে। বিপত্তি বাধে এমবাপের নেয়া পঞ্চম শটে। ডান দিকে ঝাপিয়ে তা রক্ষা করেন সুইস গোলরক্ষক সমার। দলকে উপহার দেন অবিস্মরণীয় এক জয় (৫-৪, পেনাল্টি শ্যুট আউট)।

ম্যাচের ১৫ মিনিটেই লিড নেয় সুইজারল্যান্ড। গোলটি করেন হ্যারিস সেফারোভিচ। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ফ্রান্স। আর সেটা করিম বেনজেমার হাত ধরে। ৫১ মিনিটে রিয়ালের এই স্ট্রাইকারের গোলে স্কোর হয় ১-১। এর দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেন সেই বেনজেমা। ৭৫ মিনিটে নয়নকাড়া শটে ফ্রান্সকে জয়ের সুবাস পাইয়ে দিতে শুরু করেন পল পগবা। স্কোর তখন ৩-১।

রাতের আগের ম্যাচে ক্রোয়েশিয়ার মতো শেষের দিকে দুই গোল দিয়ে স্কোর ৩-৩ করে সুইজারল্যান্ড। ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হ্যারিস সেভারোভিচ। ৯০ মিনিটে সমতা সূচক গোলটি করেন মারিও গাভারানোভিচ।

অতিরিক্ত ত্রিশ মিনিটে গোল হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে শেষ হাসি সুইজারল্যান্ডের। আগামী দুই জুলাই নিজেদের ইউরো ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে সুইসরা। যেখানে তাদের প্রতিপক্ষ বেশ শক্ত, স্পেন। যারা শেষ ষোলোয় ৫-৩ গোলে হারায় ক্রোয়েশিয়াকে।