- খেলাধুলা ডেস্ক
বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই অবসর নেবেন এবং সেই দিনটি তার জন্য অত্যন্ত কঠিন হবে। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অবসরের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন।

রোনালদো মনে করেন, বিদায়ের দিন তিনি নিজের আবেগ ধরে রাখতে পারবেন না, হয়তো কেঁদে ফেলবেন। তিনি বলেন, ‘আমি এমন একজন মানুষ, যে সহজেই কাঁদে। আমি আমার অনুভূতি লুকাই না।’ এই তারকা ফুটবলার আরও জানান, অবসরের বিষয়টি কঠিন হলেও তিনি প্রায় ২৫ বছর বয়স থেকেই এর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং এই চাপ তিনি সামলাতে পারবেন বলে বিশ্বাস করেন।
ফুটবল ছাড়ার পরের জীবনের শূন্যতা পূরণ করা কঠিন হবে বলে মনে করেন রোনালদো। তার মতে, গোল করার অ্যাড্রেনালিনের সঙ্গে কোনো কিছুরই তুলনা চলে না। তবে জীবনের শুরু ও শেষ আছে, এই বাস্তবতা মেনে নিতে তিনি প্রস্তুত। অবসরের পর তিনি পরিবারকে আরও বেশি সময় দিতে চান, সন্তানদের বেড়ে ওঠা উপভোগ করতে চান। বিশেষ করে তিন বছর বয়সী ছোট মেয়ে বেলার সঙ্গে সময় কাটাতে চান তিনি। ভ্রমণের কারণে মেয়েকে খুব মিস করেন বলেও জানান রোনালদো।
রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র তার অন্যতম বড় অনুপ্রেরণা। সম্প্রতি জুনিয়র পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ফেডারেশনস কাপ জিতেছে। ছেলের পাশে থেকে তাকে সঠিক পথ দেখানোই এখন রোনালদোর লক্ষ্য। তিনি জানান, তার আরেক ছেলে মাতেও ফুটবল ভালোবাসে এবং তিনি এখন আরও বেশি পরিবারকেন্দ্রিক হতে চান।
সাক্ষাৎকারে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো তার স্বভাবসুলভ দৃঢ়তার সঙ্গে উত্তর দেন। ‘মেসি কি আমার চেয়ে ভালো?’—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি বিনয়ী হতে চাই না। আমি একমত নই।’
ব্যক্তিগত জীবনে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন এই তারকা। তিনি জানান, মেয়েদের সাহায্য নিয়ে জর্জিনাকে প্রস্তাব দিয়েছিলেন। জর্জিনা বড় অনুষ্ঠানের চেয়ে ঘরোয়া আয়োজন বেশি পছন্দ করেন এবং রোনালদো তার এই সিদ্ধান্তকে সম্মান জানাবেন।









