লেফটেন্যান্ট কর্ণেল সুফিউল আনাম
প্রায় ১ মাসেও খোঁজ মেলেনি ইয়েমেনে অপহৃত সাবেক সেনা কর্মকর্তার।
গত ফেব্রুয়ারিতে ইয়েমেনের আবিয়ান প্রদেশ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্ণেল সুফিউল আনাম সহ জাতিসংঘের পাঁচ কর্মী অপহৃত হন। তিনি ছাড়া অন্যরা ইয়েমেনেরই নাগরিক।সাবেক এই সেনা কর্মকর্তা ইয়েমেনে জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
তিনি জীবিত আছেন, এমন কোনো তথ্যপ্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তাঁর মুক্তিপণ হিসেবে ৪৩ কোটি টাকার বেশি মুক্তিপণ চেয়েছে আল ক%৳@ায়েদা আরব পেননিসুলা নামের একটি সন্ত্রাসী সংগঠন । পাশাপাশি ইয়েমেনের জেলে আটক তাদের কিছু সদস্যের মুক্তিও দাবি করছে সংগঠনটি।