- ২৪ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ৩১ আগস্ট বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

শনিবার (৩০ আগস্ট) প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে, প্রধান উপদেষ্টা কার্যালয় এক বিবৃতিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সকল রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই ঐক্য আমাদের সংগ্রামের অর্জন রক্ষার, জনগণের ভোটাধিকার বিপন্ন করার সব ষড়যন্ত্র প্রতিরোধ করার এবং সফলভাবে গণতন্ত্রের দিকে যাত্রা চালানোর জন্য অপরিহার্য।
অন্তর্বর্তী সরকার পুনর্ব্যক্ত করেছে যে, জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। সরকারের এই প্রতিশ্রুতি জনগণের প্রতি অটল ও দৃঢ়।
সেই সঙ্গে, সরকার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের সহিংসতা শুধু নুরের ওপর নয়, বরং ঐতিহাসিক ন্যায় ও জবাবদিহিতার আন্দোলনের ওপরও আঘাত।
সরকার জনগণকে আশ্বস্ত করেছে যে, এই নৃশংস ঘটনায় সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করা হবে। প্রভাবশালী বা ক্ষমতাশালী কোনো ব্যক্তিকেও দায়মুক্ত রাখা হবে না। ন্যায়পরায়ণতা দ্রুত ও স্বচ্ছভাবে কার্যকর হবে।