- by খেলাধুলা প্রতিবেদক
পাকিস্তান জাতীয় দলে কোনো অসংগতি দেখলে চুপ থাকতে পারেন না শোয়েব আখতার। অস্ট্রেলিয়ার কাছে ১-০ ব্যবধানে সাদা পোশাকের সিরিজ হারার পরও এর ব্যতিক্রম হয়নি। এজন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবি এবং টিম ম্যানেজম্যান্টের ওপর ক্ষোভ ঝেড়েছেন সাবেক এই তারকা পেসার।
পাকিস্তান সিরিজ হারার পর মুখ খুলেছেন শোয়েব
তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে পাকিস্তানকে ১১৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর আগে প্রথম দুই ম্যাচ ড্র হয়েছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাঁচ দিনের শেষ ম্যাচটাও একইভাবে শেষ হতে পারতো। পঞ্চম দিনে সফরকারীদের বোলিং তোপে পড়ে শেষ ১৬২ রানে ১০ উইকেট হারায় বাবর আজমের দল
গোটা সিরিজে পাকিস্তানের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব। নিজের ইউটিউব চ্যানেলে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘খুবই হতাশাজনক একটা সিরিজ গেল। একদম নিবোর্ধের মতো খেলেছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং ম্যানেজম্যান্ট, উভয়ই ড্র করার কথা ভেবেছে। তাদের চাওয়া ছিল, আমরাও জিতবো না, প্রতিপক্ষ দলও জিতবে না। ড্র দিয়েই ম্যাচ শেষ করে দেওয়া যাক।’
‘বোলাররা জানতো না এমন কন্ডিশনে ঠিক কখন বল রিভার্স করে। তবু মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এই স্কিল আয়ত্ত করেছে। নাথান লায়নের কথা বলি, সে আগে কখনও পাকিস্তান সফরে আসেনি। সেও পাঁচ উইকেট নিয়েছে।’ বলেন শোয়েব।