পাকিস্তানকে সম্মান দিলেও ছাড় দিতে রাজি নয় ইংল্যান্ড

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১২ নভেম্বর ২০২২, ১৯:১৫

পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে সিরিজ হারানো, আত্মবিশ্বাস তো তুঙ্গে থাকারই কথা। তবুও আবার দ্বিতীয় সারির দল নিয়ে, বিকল্প অধিনায়কের অধীনে। সুতরাং বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবার আগে খানিকটা স্বস্তিতেই থাকবে ইংল্যান্ড। যা আজ শোনা গেল ইংলিশ অধিনায়ক জশ বাটলারের মুখেও।

বাটলার পুরো সিরিজজুড়ে দলে থাকলেও ইনজুরির কারণে একটি ম্যাচও খেলেননি তিনি। মঈন আলীর অধিনায়কত্বে টান টান উত্তেজনার সেই সিরিজে অবশ্য শেষ হাসি হাসে ইংল্যান্ড। শেষ ম্যাচে জিতে সিরিজটি ৪-৩ ব্যবধানে জিতে নেয় তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

বাটলার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কঠিন লড়াইয়ের বার্তা দিয়ে বলেন, ‘আমি কঠিন চ্যালেঞ্জের প্রত্যাশা করছি, যেমনটা আমি আগেও বলেছিলাম। তারা এমন একটি দল, যাদের বিপক্ষে সম্প্রতি আমরা অনেক খেলেছি। দারুণ কিছু ম্যাচে আমাদের মধ্যে হয়েছে। দারুণ উদ্দীপনায় আমরা খেলেছিলাম। আমি নিশ্চিত, আগামীকালও এর ব্যতিক্রম হবে না।’

পাকিস্তানকে ফাইনালে নিয়ে আসার পেছনে সব থেকে বড় ভূমিকা পেসারদের। তাদের হাত ধরেই প্রথম দুই ম্যাচে হেরেও অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে প্রতিপক্ষের কাঁপন ধরিয়ে দিচ্ছেন হারিস রউফ, নাসিম শাহ, ওয়াসিম জুনিয়ররা। যা নিয়ে চিন্তিত ইংলিশ অধিনায়কও। বাটলার বলেন, ‘পাকিস্তান দুর্দান্ত একটি দল। আমি মনে করি, তাদের দুর্দান্ত সব ফাস্ট বোলার তৈরির ইতিহাস আছে। আমরা যে দলের বিরুদ্ধে খেলব, তাদেরও আলাদাভাবে দেখছি না। আমি নিশ্চিত, ক্যারিয়ারের শেষ দিকে, যাদের বিরুদ্ধে আমরা খেলতে যাচ্ছি, তাদের কাউকে কাউকে পাকিস্তানের সেরা বোলার হিসেবে স্মরণ করা হবে। দলটি যে ফাইনালে, এর বড় একটি কারণ তারাই।’