ইউক্রেনে হামলা চালানোর কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়ার ওপর। পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়াও পশ্চিমা কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়। সবশেষ গতকাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। এমন পরিস্থিতিতে আজ বুধবার ক্রেমলিন জানিয়েছে, প্রয়োজন হলে বাইডেনের সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর সিএনএনের
আজ বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, প্রয়োজন হলে বাইডেন ও পুতিনের মধ্যে আলোচনা শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা মানে দুই দেশের মধ্যে যোগাযোগ বন্ধ করে দেওয়া নয়।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর ইউক্রেনজুড়ে কমপক্ষে ৬৯১ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা। একই সময়ে দেশটিতে ১ হাজার ১৪৩ জন আহত হয়েছে বলে জানিয়েছে তারা। এ ছাড়া যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে প্রাণভয়ে প্রতিবেশী দেশগুলোতে পালিয়েছে লাখো মানুষ।