নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ভারতীয় মুখপাত্র

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে, ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল জাতি হিসেবে ঢাকার ভিশনকে সমর্থন করে যাবে নয়াদিল্লি।

বাংলাদেশে বিরোধী দলীয় অনেক নেতাদের গ্রেপ্তার করার মাধ্যমে তাদের উপর ‘ক্র‍্যাকডাউন’ চালানোর অভিযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি উক্ত মন্তব্য করে বলেছেন, ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে এবং বাংলাদেশের জনগণই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই (বৃহস্পতিবার) এ খবর দিয়ে বলেছে- সংবাদ সম্মেলনে বাগচি বলেন, তৃতীয় কোনো দেশের নীতি নিয়ে আমরা মন্তব্য করতে চাই না। বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। দেশটির জনগণই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।