চট্টগ্রাম
দেশের মানুষ এবং পুরো বিশ্ব বাংলাদেশের নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রোববার দুপুরে তাঁর মেহেদিবাগের বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আমীর খসরু বলেন, বিশ্ববিবেক ইতিমধ্যে তাদের অবস্থান পরিষ্কার করেছে। বাংলাদেশে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশ গভীর সংকট ও বিপদের মধ্যে পড়বে। সুতরাং নিরপেক্ষ নির্বাচন ছাড়া এ সংকটের সমাধান নেই।
‘অনির্বাচিত অবৈধ সরকার দেশ চালাচ্ছে’ উল্লেখ করে তিনি বলেন, আজ সরকার জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। এখান থেকে মুক্ত হতে হলে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাবে।’
সাবেক এই মন্ত্রী বলেন, বিশ্ববাসী বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কীভাবে এখানে বছরের পর বছর ভোট চুরি করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, কীভাবে জনগণের মানবাধিকার লঙ্ঘন করছে। এখানে জনগণের ভোটাধিকার নেই, আইনের শাসন নেই, নিরাপত্তা নেই।
এ সময় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাসেমসহ মহানগর, উত্তর, দক্ষিণ জেলা পার্বত্য চট্টগ্রামসহ চট্টগ্রাম বিভাগীয় নেতারা ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।