‘নির্বাচনের জন্য ১০ লাখের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত’

logo

পটুয়াখালী প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৫, রবিবার

mzamin

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন মোট ৮ দিন বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রশাসনের রদবদল লটারির মাধ্যমে করা হবে এমন ঘোষণা  দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরো জানান, নির্বাচনের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। ৮ দিনব্যাপী বিশেষ নিরাপত্তা অভিযানে মোট ১০ লাখেরও বেশি নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে থাকবেন ১ লাখ সেনা সদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ৩৫ হাজার বিজিবি সদস্য, ৫ হাজার নৌবাহিনীর সদস্য, ৪ হাজার কোস্ট গার্ড সদস্য, ৮ হাজার র‍্যাব সদস্য এবং ৫ লাখ ৫০ হাজার আনসার সদস্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই নির্বাচনমুখী হয়ে উঠেছে এবং অনেক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে।

আমরা বিশ্বাস করি, এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ উপদেষ্টার সফরসঙ্গী ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর আগে, স্বরাষ্ট্র্র উপদেষ্টা  পটুয়াখালী কোস্ট গার্ড বেইজ ‘অগ্রযাত্রা’ এবং জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও নৌ-পুলিশ ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here