নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিরাট জয়ে সিরিজ ভারতের

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ২১ জানুয়ারি ২০২৩, ১৯:৪৮
নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিরাট জয়ে সিরিজ ভারতের – ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩৪৯ রান করে জিতেছিল ১২ রানে। আজ শনিবার রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকরা জয় পেয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। তাতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে রোহিতবাহিনী। এটা ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টানা সপ্তম সিরিজ জয়।

শনিবার নিউজিল্যান্ড টস হেরে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে যায়। জবাবে ওভারে ২০.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

১০৯ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিল ৭২ রান তোলেন। এই রানে আউট হন রোহিত। হেনরি শিপলের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৫০ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৫১ রান করে যান।

এরপর ৯৮ রানের মাথায় বিরাট কোহলি স্ট্যাম্পড হন মিচেল স্যান্টনারের ওভারে। ৯ বলে ২ চারে ১১ রান করে যান কোহলি। এরপর শুভমান গিল ও ইশান কিষান দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। গিল ৫৩ বলে ৬ চারে ৪০ রানে অপরাজিত থাকেন। আর কিষান ২ চারে অপরাজিত থাকেন ৮ রানে। ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হন মোহাম্মদ শামি।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয় কিউইরা। ব্যাট হাতে তাদের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে গ্লেন ফিলিপস ৫২ বলে ৫ চারে সর্বোচ্চ ৩৬ রান করেন। মিচেল স্যান্টনার ৩৯ বলে ৩ চারে ২৭ রান করেন। মাইকেল ব্রেসওয়েল ৩০ বলে ৪ চারে করেন ২২ রান।

ভারতের বোলিং তোপে ১৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ব্ল্যাক ক্যাপসরা। সেখান থেকে ফিলিপস, ব্রেসওয়েল ও স্যান্টনার যথাক্রমে ৪১ ও ৪৭ রানের জুটি গড়ে দলকে শতরান পার করান। তারা তিনজন আউট হওয়ার পর আবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। তাতে ১০৮ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

ভারতের ছয়জন বোলার বল করেন। সবাই পান উইকেট। তার মধ্যে মোহাম্মদ শামি ৬ ওভার বল করে ১ মেডেনসহ ১৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া ও ওয়াশিংটন সুন্দর। ১টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব।