- আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলের অনুসৃত অনাহার নীতিকে ‘জাতিগত নির্মূলের’ শামিল আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ করেছেন শত শত ইহুদি-আমেরিকান। সোমবার দখলদারিত্ব-বিরোধী ইহুদি গোষ্ঠী ‘ইফনটনাউ’-এর উদ্যোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের বাইরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শত শত বিক্ষোভকারী ‘ট্রাম্প: ইহুদিরা আর চুপ থাকবে না’ লেখা ব্যানার নিয়ে কলম্বাস সার্কেলে জড়ো হন। তারা গাজায় যুদ্ধ বন্ধ এবং মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। এ সময় তারা ‘জাতিগত নির্মূল বন্ধ করো’, ‘গাজায় অনাহার বন্ধ করো’ এবং ‘আমাদের নামে নয়’ লেখা প্ল্যাকার্ডও প্রদর্শন করেন।
সমাবেশে ইফনটনাউ-এর অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক মোরিয়া কাপলান বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গাজায় ইসরায়েলি সরকারের অবরোধ হলো জোরপূর্বক অনাহারের মাধ্যমে জাতিগত নির্মূলের নীতি। মার্কিন সরকারকে এই ভয়াবহতা বন্ধ করার জন্য যথেষ্ট শক্তি প্রয়োগ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘যারা আমাদের ইহুদি প্রতীক, ভাষা ও ঐতিহ্য ব্যবহার করে এই অন্যায় যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আজ বহু ইহুদি ও ইহুদি সংগঠন এক কণ্ঠে প্রতিবাদ জানাতে একত্রিত হওয়ায় আমি আনন্দিত। আমরা এই নৃশংসতার ঘোর বিরোধী।’
এদিকে, নিউইয়র্ক পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থল থেকে ৪০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েলি সেনাবাহিনী গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে। এই ভয়াবহ হামলায় এখন পর্যন্ত অন্তত ৬১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইসরায়েলি সামরিক অভিযানে প্রায় সমগ্র উপত্যকাটিই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখানে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি