নাজমুলের নেতৃত্ব আর সাকিবের বন্ধুত্ব ভালো লাগে লিটনের

লিটন দাস ও সাকিব আল হাসান

বয়স ২৯ বছর ২২১ দিন। প্রায় ৯ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। তিন সংস্করণ মিলিয়ে ম্যাচ খেলেছেন ২১২টি। সবদিক বিবেচনাতেই লিটন দাসকে এখন অভিজ্ঞ ক্রিকেটার বলতে হবে। বাংলাদেশ দলে লিটনের চেয়েও অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

তাঁরা দুজনই ক্রিকেট খেলছেন ১৭–১৮ বছর ধরে। লিটনের কাছে এই ১৭–১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিব-মাহমুদউল্লাহদের পুরোনো কেউ লাগে না। এর কারণটা সাকিব-মাহমুদউল্লাহর বন্ধুত্বপূর্ণ আচরণ।

আজ বিসিবি প্রকাশিত এক ভিডিওতে কথা বলেছেন লিটন। সেখানে উঠে আসে অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব-মাহমুদউল্লাহর প্রসঙ্গ। লিটন তাঁদের সম্পর্কে বলেছেন, ‘সাকিব ভাই পুরোনো খেলোয়াড়, আমার সেটা মনেই হয় না। যেভাবে সবার সঙ্গে ব্যবহার করেন, মনে হয় খুবই ফ্রেন্ডলি। এটা একটা বড় জিনিস। রিয়াদ ভাইও এখন অনেক ফ্রেন্ডলি।’

সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার দায়িত্ব নাজমুল হোসেনের কাঁধে।
সর্বশেষ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান। এবার দায়িত্ব নাজমুল হোসেনের কাঁধে।প্রথম আলো

গত ফেব্রুয়ারিতে তিন সংস্করণেই বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে নাজমুল হোসেনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন অধিনায়ক নাজমুলের অধিনায়কত্ব নিয়ে লিটনের ভাষ্য, ‘সর্বশেষ কয়েকটা সিরিজ ধরে ও অধিনায়কত্ব করছে। আমার কাছে খুবই ভালো লাগছে। সব মিলিয়ে যা দেখছি, মনে হচ্ছে ও উন্নতি করছে। স্বাভাবিকভাবেই যেকোনো মানুষের উন্নতির শেষ নেই। ও খুব ভালো করছে।’

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টি-টোয়েন্টিতে বাংলাদেশ সিরিজ খেলেছে ৬টি। সেখানে তারা জিতেছে ৪টি। লিটন হয়তো এই পরিসংখ্যান মাথায় রেখেই বলেছেন, টি-টোয়েন্টি দলটা এখন ভারসাম্যপূর্ণ, ‘২০২২ সালের বিশ্বকাপের পর থেকে আমাদের টি-টোয়েন্টি দলটা অনেক ভারসাম্যপূর্ণ। অনেকগুলো সিরিজ জিতেছি, ভালো টি-টোয়েন্টিও খেলছি। ভালো দলগুলোর সঙ্গে জিতেছি।’

বিশ্বকাপে নিজেদের সুযোগ নিয়ে লিটন বলেছেন, ‘বিশ্বকাপে চাপ থাকবে, সেটা সব দলের ওপরই থাকবে। শান্ত ও সুস্থির থেকে ফলের কথা না ভেবে যদি ভয়ডরহীন ক্রিকেট খেলা যায়, আমার মনে হয় ভালো সুযোগ আছে।’

prothom alo