নিজস্ব প্রতিবেদক
৪০ লাখ টাকা খরচ করে আওয়ামী লীগের দলীয় প্রতীক দুটি নৌকা ভাসানো হয়েছে জাতীয় সংসদ লেকে। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় সংসদ লেকে নৌকা দুইটি ভাসিয়ে দেয়া হয়। এই নৌকা ভাসানোর দায়িত্বে ছিল বাংলাদেশ পর্যটন করপোরেশন। প্রতিটি নৌকার আয়তন ২৭ ফুট লম্বা এবং ৫ ফুট চওড়া। বাংলাদেশ পর্যটন করপোরেশন থেকে জানানো হয়েছে নৌকা দুটি তৈরিতে ৪০ লাখ টাকা খরচ হয়েছে। প্রতিটি নৌকায় একসঙ্গে ২০ জন মানুষ উঠতে পারবেন।
৪০ লাখ টাকা ব্যয়ে দুই নৌকা ভাসানোর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এনিয়ে নানা রসাত্মক আলোচনা হচ্ছে। দুই নৌকা বানাতে ৪০ লাখ টাকা খরচের হিসাবকে অস্বাভাবিক বলেই মন্তব্য করছেন সমালোচকরা।
সংসদ লেকে ভাসানো নৌকা দুটির নকশা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের প্রিন্ট মেকিং বিভাগের অধ্যাপক আনিসুজ্জামান। তার তত্ত্বাবধানেই ৩০ জন মিস্ত্রি এই দুটো নৌকা বানাতে কাজ করেছেন। প্রখ্যাত চিত্রশিল্পী হাশেম খানও নকশাতে কিছু সংযোজন-বিয়োজন করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাম চন্দ্র দাস বলেন, আমরা যখন এই কাজের পরিকল্পনা করলাম তখন অনেকেই এর চেয়ে বেশি খরচ দেখিয়ে এস্টিমেট দিয়েছিল। আমরা সবচেয়ে কম খরচের এস্টিমেট যিনি দিয়েছেন তারটাই নিয়েছি। এটাই নিয়ম। তিনি বলেন, সবচেয়ে বড় বিষয় এটা একটা আর্ট। বাণিজ্যিক কোনো কাজ নয়।