চট্টগ্রাম ব্যুরো | ৯ মার্চ, ২০২১
দুই গ্রুপে সংঘর্ষ নিহত নগরীর বায়েজিদ থানা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. ইমন রনির জানাজা শেষে ফেরার পথে ছুরিকাঘাতে ২ জন আহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে আরেফিন নগর মুক্তিযোদ্ধা কলোনিতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাকিব (১৯) ও ইউসুফ (১৯)। তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা কলোনিতে দুই গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
রোববার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে ইমন মারা যান।