দলের খেলায় উৎফুল্ল শান্ত

দলের খেলায় উৎফুল্ল শান্ত  

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে ৯ রানের জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১৬৫ রানের জবাবে ১৫৬ রান তোলে সফরকারীরা। যদিও ৯১ রানে ৮ উইকেট হারিয়েছিল তারা।

স্লগে জিম্বাবুয়ে ভালো খেললেও শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ায় খুশি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত। ম্যাচ শেষে তিনি বলেন, ‘খেলোয়াড়রা যেভাবে খেলেছে তাতে আমি উৎফুল্ল। তারা দারুণ চরিত্র দেখিয়েছে, বিশেষ করে হৃদয় ও জাকের।’

শেষ ৫ ওভারে বোলিং ভালো হয়নি বলেও জানান শান্ত। তবে পরবর্তী ম্যাচে ভালো করার কথাও বলেন, ‘আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হতো। শেষ ৫ ওভারে ভালো বোলিং করিনি আমরা। এই জায়গাটা ভালোভাবে সামলাতে হবে আমাদের। আশা করছি, পরের ম্যাচে আরও ভালো করবো।’

ম্যাচ সেরা তাওহীদ হৃদয় বলেছেন, ‘আমি পরিকল্পনা অনুযায়ী এবং পরিস্থিতি মেনে খেলার চেষ্টা করেছি। উইকেট ধীর ছিল। আমি সময় নিয়ে খেলার চেষ্টা করেছি, সঙ্গে যে ছিল তাকেও একই পরামর্শ দিয়েছি।’

samakal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here