- সোহেল রানা, বালিয়াকান্দি (রাজবাড়ী)
- ০৬ অক্টোবর ২০২০
রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে এক তরুণীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় যশোর জেলার মনিরামপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে চার জন। অপহৃতকে উদ্ধার করাসহ চারজনকে বালিয়াকান্দি থানা পুলিশের কাছে সোপর্দ করে। তাদেরকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার রাত ১টার দিকে প্রেম কুমার বসুর (২৫) নেতৃত্বে এক তরুণীকে হাবিবুর রহমান (১৯), রাব্বি হোসেন (২০), সোহান হোসেনের (১৯) সহায়তায় জোরপূর্বক অপহরণ করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সোমবার মনিরামপুর থানা পুলিশ সন্দেহমূলক তাদেরকে আটক করে। মঙ্গলবার দুপুর ২টায় বালিয়াকান্দি থানা পুলিশের কাছে অপহৃত তরুণীসহ চার আসামিকে সোপর্দ করে।
এ ব্যাপারে ওই তরুণীর ভাই মঙ্গলবার বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন, অপহরণের মামলায় চার আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আসামিদেরকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।