- ঢাবি প্রতিবেদক
- ০৪ জানুয়ারি ২০২২, ১৪:৪৮, আপডেট: ০৪ জানুয়ারি ২০২২, ১৫:২১
ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত কর্মসূচিতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার সামনে কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত শোভাযাত্রা শুরুর পূর্বমুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা সভায় জায়গা নেয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ উভয়পক্ষের প্রায় ১০ জন নেতাকর্মী আহত হয়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা যায়, ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা সামাদ আজাদ জুলফিকার ও বাপ্পি হালদারের নেতৃত্বে কবি জসিমউদদীন হলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ঢাকা কলেজের নেতারা। পরে জসিমউদদীন হলের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ তৈরি হয়।