ডিসেম্বরেই হতে পারে নির্বাচন, তবে জুন পার হবে না

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোনো অবস্থাতেই তা আগামী বছরের জুনের পর হবে না। খ্যাতনামা সাময়িকী ‘দি ইকোনমিস্ট’-এ বৃহস্পতিবার (১৫ মে) প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এসব কথা বলেন।

dr muhammad yunus 8ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং ব্যাংক খাতে স্থিতিশীলতা আনতে পারলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। এছাড়া, রাজনৈতিক পরিস্থিতিও বেশ নাজুক এবং ‘বিপ্লবের’ নয় মাস পরেও বড় ধরনের পরিবর্তন আনা বেশ কঠিন হয়ে পড়েছে।

নির্বাচনের পথ সুগম করতে এবং ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রণয়নের ওপর জোর দেন তিনি। এই সনদ প্রণয়নে কাজ করবে ‘ঐকমত্য কমিশন’।

তবে ঐকমত্যে পৌঁছানো যে সহজ হবে না, তার ইঙ্গিতও দেন ড. ইউনূস। তিনি উল্লেখ করেন, কোন কোন বিষয়ে কমিশন গঠন করা উচিত, তা নিয়েই রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে মতপার্থক্য রয়েছে। তৈরি পোশাক খাত বা শিক্ষা খাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশন গঠনের দাবি উঠলেও তা উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে বেশি বিতর্কের সৃষ্টি হয়েছে বিলম্বে গঠিত নারী সংস্কার কমিশনকে ঘিরে। এই কমিশন ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের মাধ্যমে নারীদের অধিকতর অধিকারের সুপারিশ করায় ইসলামপন্থী দলগুলো বিক্ষোভে ফেটে পড়েছে।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ড. ইউনূস জানান, গত ১২ মে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। ফলে, দলটি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here