টেস্ট চ্যাম্পিয়নশিপের ছয়ে নেমে গেছে বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ছয়ে নেমে গেছে বাংলাদেশ

চেন্নাই টেস্টে হেরে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ৬ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ৪র্থ স্থানে উঠেছিল টাইগাররা। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী টেবিলের ৬ষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে চেন্নাই টেস্টের আগে থেকেই শীর্ষস্থানে ছিল ভারত। বাংলাদেশকে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে ম্যান ইন ব্লুরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ৭১.৬৭। আর ৬২.৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া।

২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৩টিতে জিতেছে ও ৪টিতে হেরেছে বাংলাদেশ; পয়েন্টের শতকরা হার ৩৯.২৯। টেবিলের ষষ্ঠ স্থানে আছে টাইগাররা। বাকি এখনো ৫টি ম্যাচ। সব কটি ম্যাচ জিতলে এবং শৃঙ্খলাজনিত কারণে কোনো পয়েন্ট না হারালে বাংলাদেশের পয়েন্টের শতকরা হার বেড়ে দাঁড়াবে ৬৪.৫৮। ফাইনালে উঠতে হলে তখনো নানা সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হবে নাজমুলের দলকে।

সোমবার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৬৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এতে টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে লঙ্কানরা। তাদের পয়েন্ট ৫০। টেবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে আছে নিউজিল্যান্ড (৪২.৮৬ পয়েন্ট) ও ইংল্যান্ড (৪২.১৯ পয়েন্ট)। সপ্তম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩৮.৮৯।

অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পয়েন্ট ১৯.০৫। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ১৮.৫২।

samakal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here