ঢাকা
রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের পর উদ্ধারকাজের সমন্বয়ে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, উদ্ধারকাজে সরকারের প্রকৌশল বিভাগগুলোর ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার দায়িত্ব থাকলেও করেনি। এটা একটা ব্যর্থতা।
বুধবার বেলা আড়াইটার দিকে সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের উদ্ধারকাজ পরিদর্শন গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় জোনায়েদ সাকি এসব কথা বলেন।
একের পর এ ধরনের বিস্ফোরণ ও এতে নিরীহ নিরাপরাধ নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হওয়াটা সরকারের ব্যর্থতা দাবি করে জোনায়েদ সাকি বলেন, ‘অনেক জিনিস পুরোনো হয়ে গেছে। নতুন ব্যবস্থাপনায় পুরোনো ভবন ভাঙা দরকার। নিরাপদ ইউটিলিটি সার্ভিস দরকার। সরকার এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।’
জোনায়েদ সাকি বলেন, ‘এটা (বিস্ফোরণ) তো এখন জরুরি পরিস্থিতি। সেখানে তাঁদের আরও সক্ষম হওয়া দরকার ছিল। নাহলে কেন তাঁদের জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করব। বিস্ফোরণে আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন দরকার। এসব সম্পর্কে সরকারের উদ্যোগ কী সেটি জানতে চাই।’
বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘এই বিস্ফোরণে নাকি রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। কোনো বিরোধী মহল নাকি রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে সহিংসতার ঘটনা ঘটাচ্ছে। এ ধরনের দায়িত্বহীন বক্তব্য আশা করা যায় না।’