- by নিজস্ব প্রতিবেদক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রীহলের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন শিক্ষার্থীরা। গত শুক্রবার উপাচার্যের সাথে তাদের বৈঠক হয়। সেই বৈঠক ফলপ্রসূ না হওয়ায় বিক্ষোভ অব্যাহত থাকে। এক পর্যায়ে গতকাল রাতে বিক্ষোভরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ এনে ক্লাস বর্জনের ঘোষণা দেয় তারা।
গতকাল শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে রাস্তা অবরোধ করে স্লোগান দিচ্ছিল শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তা ছেড়ে দিতে বলে। তাকে বাকবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় ছাত্রলীগ।
এই ঘটনার পর শিক্ষার্থীরা সুনির্দিষ্ট ২ দফা দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে। রাত ১টার দিকে আন্দোলনকারী এক শিক্ষার্থী সামিরা ফারজানা বলেন, হলের প্রভোস্ট বডির সবাইকে অপসারণ করতে হবে এবং হামলাকারী ছাত্রলীগ নেতাদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না।