- ক্রীড়া প্রতিবেদক
- ২৯ জুন ২০২০
চার মাস হলো মাঠের বাইরে বাংলাদেশের ফুটবলারেরা। করোনার কারনে ছয় ম্যাচ পরেই স্থগিত হওয়া লিগ শেষ পর্যন্ত সমাপ্ত ঘোষণা করা হয়। কিন্তু ক্লাব থেকে টাকা পাওনা আছে খেলোয়াড়াদের। কোনো কোনো ক্লাব তাদের ফুটবলারদের ৭০/৮০ ভাগ টাকা দিলেও কিছু ক্লাব ২৫/৩০ ভাগের বেশী টাকা দিতে পারেনি। অন্য দিকে খেলা বন্ধ থাকায় তারাও ঘরে বসা। এতে বেশ বেকায়দায় পড়েছে ফুটবলাররা। তাদের আয় রোজগারের পথ বন্ধ।
গতকাল সোমবার বাফুফে সভাপতির সাথে দেখা করে ক্লাবদের কাছ থেকে চুক্তির বাকী টাকা আদায়ে তার সহায়তা চান জাতীয় দলের বর্তমান এবং বাদ পড়া ফুটবলাররা। সাথে তাদের দাবী, করোনা পরিস্থিতি অনূকুলে এলেই যেন যত দ্রুত সম্ভব খেলা শুরু করা হয়। কাজী সালাউদ্দিনও ফুটবলারদের সাথে কথা বলে সব কিছু দেখার আশ্বাস দেন। ফুটবলার মামুনুল, আশরাফুল ইসলাম রানা, আবদুল্লাহ , ইয়াসিন খান, ইউসুফ সিফাত, রায়হানরা কাল দেখা করেন বাফুফে ভবনে সাক্ষাত করেন সালাউদ্দিনের সাথে।
একই সাথে সিনিয়র এই ফুটবলাররা বিসিএল, সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশনের ফুটবলারদের কিছু করার অনুরোধ জানান বাফুফে সভাপতিকে। লিগ গুলো না হওয়ায় প্রচন্ড অর্থকস্টে এই ফুটবলাররা। বাফুফে সভাপতি এই বিষয়ে সরকারের সাথে কথা বলবেন বলে আশ্বাস দেন। সে সাথে সালাউদ্দিন সিনিয়রদের ফিট থাকার পরামর্শ দিয়ে বোর্ডে এঁকে দেখান কিভাবে ফিট থাকার অনুশীলন করতে হবে।