Site icon The Bangladesh Chronicle

চুক্তির টাকা ও মাঠে ফুটবল দাবী খেলোয়াড়দের

Daily Nayadiganta

চুক্তির টাকা ও মাঠে ফুটবল দাবী খেলোয়াড়দের – সংগৃহিত

গতকাল সোমবার বাফুফে সভাপতির সাথে দেখা করে ক্লাবদের কাছ থেকে চুক্তির বাকী টাকা আদায়ে তার সহায়তা চান জাতীয় দলের বর্তমান এবং বাদ পড়া ফুটবলাররা। সাথে তাদের দাবী, করোনা পরিস্থিতি অনূকুলে এলেই যেন যত দ্রুত সম্ভব খেলা শুরু করা হয়। কাজী সালাউদ্দিনও ফুটবলারদের সাথে কথা বলে সব কিছু দেখার আশ্বাস দেন। ফুটবলার মামুনুল, আশরাফুল ইসলাম রানা, আবদুল্লাহ , ইয়াসিন খান, ইউসুফ সিফাত, রায়হানরা কাল দেখা করেন বাফুফে ভবনে সাক্ষাত করেন সালাউদ্দিনের সাথে।

Exit mobile version