- শরীফ চৌধুরী, চাঁদপুর
- ২২ অক্টোবর ২০২০
চাঁদপুরে যাত্রীবাহী আব এ জমজম লঞ্চের দ্বিতীয় তলার স্টাফ কেবিন থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। তরুণীর আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদপুর লঞ্চঘাটে ওই লঞ্চের ইঞ্জিন গিজারের কক্ষের কেবিন থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
লঞ্চটি দুপুর ১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এ ঘটনায় তা স্থগিত হয়েছে।
কক্ষটি লঞ্চের গিজার মো: সুজন মোল্লা, মো: রাসেল ও মাসুম ব্যবহার করতেন বলে জানা যায়।
গিজার মো: সুজন মোল্লা জানায়, বুধবার রাত সাড়ে ১১টায় লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। তখন ৬৫০ টাকার বিনিময়ে আমি এক তরুণ-তরুণী যুগলকে কেবিনটি ভাড়া দেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় পরিষ্কার করতে গেলে কক্ষটি তালাবন্ধ পাই। টিকেট কাউন্টারে গিয়ে খবর নিলে কোনো চাবি দেয়া হয়নি বলে জানতে পারি। পরে কেবিন খুলে তরুণীর লাশ দেখতে পাই।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধা সরকার জানায়, তরুণীকে তার পায়জামার ফিতা গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যে তরুণ কক্ষটি ভাড়া নিয়েছিল সেই ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে। তবে ধর্ষণের পর হত্যা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
লঞ্চে সিসি ক্যামেরা না থাকায় বিষয়টি অনুসন্ধান কঠিন হয়ে পড়েছে বলে জানান পুলিশ সুপার।
ঘটনার খবর শুনে অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: নাসিম উদ্দিন, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো: জহিরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।