চতুর্থ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


চতুর্থ ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ – ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে ১০ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই দশ খেলায় একক আধিপত্য বিস্তার করে জয় ছিনিয়ে নেয় কিউইরা।

তবে চলতি সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের দেখা পায় টাইগাররা। সিরিজের প্রথম দুই খেলায় টানা জয়ে আইসিসি র‌্যাংকিংয়ে ১০ থেকে ছয় নম্বর পজিশনে উঠে যায় বাংলাদেশ।

তবে রোববার সিরিজের তৃতীয় ম্যাচে ১২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। হেরে যায় ৫২ রানে।

বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে উভয় দল। এই ম্যাচে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।

অন্যদিকে এ ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরতে চায় টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড ক্রিকেট দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন/মোসাদ্দেক হোসেন সৈকত/সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ : রাচিন রবীন্দ্র, ফিন অ্যালান, টম ল্যাথাম, কলিন ডি গ্রান্ডহোম, উইলি ইয়াং, হেনরি নিকোলাস, কোল ম্যাককলিন, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ ব্যানেট ও ম্যাট হেনরি।