কোটা সংস্কার আন্দোলনের নেতাদের হেফাজতে নিয়ে গোয়েন্দা সংস্থা ভয়ভীতি দেখিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা জি এম কাদের। তিনি বলেন, দিনের পর দিন নিরাপত্তার নামে তাদের ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখাকে আইনসম্মত মনে করি না।
সোমবার বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এসব কথা বলেন। ডিবি পুলিশের হেফাজত থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় নেতার মুক্তি দাবি করেন তিনি।
চলমান ধরপাকড়ের নিন্দা জানিয়ে জি এম কাদের বলেন, আন্দোলন দমাতে দেদার গ্রেপ্তার করা হচ্ছে সাধারণ মানুষকে। গ্রেপ্তার বাণিজ্য চালাচ্ছে সংশ্লিষ্টরা। সাধারণ মানুষ গ্রেপ্তার আতঙ্কে আছেন। জনগণ প্রজাতন্ত্রের মালিক। সরকারের সমালোচনা ও প্রতিবাদ করার অধিকার তাদের আছে। অহিংস প্রতিবাদকে রাষ্ট্রদ্রোহ বিবেচনা করে, আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীকে ব্যবহার করে সহিংস মোকাবিলার অধিকার সরকার বা সরকারি দলের নেই। কোনো আন্দোলন দমাতেই আইনশৃঙ্খলা বাহিনী গুলি করতে পারে না।
প্রাণহানির জন্য সরকারকে দায়ী করে জি এম কাদের বলেন, আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনী হেলিকপ্টার ও বহুতল ভবন থেকে জনগণের ওপর নির্বিচারে গুলি করেছে। বাবা-মায়ের কোলে, ঘরে থাকা শিশুও নিহত হয়েছে। অসংখ্য নিরীহ পথচারীর প্রাণ গেছে। এভাবে গুলিবর্ষণের উদ্দেশ্য কী? বাবার কোলে থাকা শিশুও কি সন্ত্রাসী?
samakal