গুজরাটকে ৮ উইকেটে হারালো হায়দারাবাদ

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ১২ এপ্রিল ২০২২, ০০:০৭

গুজরাটকে ৮ উইকেটে হারালো হায়দারাবাদ। – ছবি : সংগৃহীত

এ বারের আইপিএলে এখনো পর্যন্ত রান ছিল না তার ব্যাটে। অবশেষে জ্বলে উঠলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাতে অবশ্য সাহায্য করল গুজরাট টাইটান্স। প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে এলবিডব্লিউ ছিলেন উইলিয়ামসন। কিন্তু আম্পায়ার আউট দেননি। গুজরাটের বোলাররাও নেননি রিভিউ। তার খেসারত দিতে হল হার্দিক পান্ডিয়াদের। মৌসুমে প্রথম হারের মুখ দেখতে হল গুজরাট টাইটান্সকে।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি গুজরাটের। গত ম্যাচের হিরো শুভমন গিলকে সাত রানের মাথায় ফিরতে হয়। আর এক ওপেনার ম্যাথু ওয়েড ও তিন নম্বরে নামা সাই সুদর্শনও তাড়াতাড়ি সাজঘরে ফেরেন। প্রাথমিক ধাক্কা সামলে দলকে টেনে তোলেন অধিনায়ক হার্দিক। তাকে সঙ্গ দেন অভিনব মনোহর।

প্রচুর অতিরিক্ত রান দেন হায়দরাবাদের বোলাররা। প্রথম ওভারেই ওয়াইডে ১০ রান দেন ভুবনেশ্বর কুমার। শেষ পর্যন্ত অতিরিক্ত ২২ রান যোগ হয় গুজরাটের স্কোরবোর্ডে। সেই সাথে অভিনবের তিনটি ক্যাচ ছাড়েন হায়দরাবাদের ফিল্ডাররা। তার খেসারত দিতে হয়। হার্দিক এই মৌসুমে প্রথম অর্ধশতরান করেন। ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। অভিনব ৩৫ করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে গুজরাট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে খুব ধীরে খেলেন হায়দরাবাদের দুই ওপেনার। প্রথম পাঁচ ওভারের পর থেকে হাত খোলা শুরু করেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা। দুই ওপেনার মিলে ৬৪ রান যোগ করেন। ৪২ রানের মাথায় অভিষেককে আউট করে হায়দরাবাদকে প্রথম ধাক্কা দেন রশিদ খান। তার পরে অধিনায়কের সাথে জুটি বাঁধেন রাহুল ত্রিপাঠি। তিনি ভাল খেলছিলেন। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে উঠে যেতে হয় তাকে।

প্রথমে ধীরে খেললেও একটা সময় পরে বড় শট খেলতে শুরু করেন উইলিয়ামসন। চলতি মৌসুমে প্রথম অর্ধশতরান করেন তিনি। দেখে মনে হচ্ছিল গুজরাটের হাত থেকে তিনি খেলা নিয়ে বেরিয়ে যাবেন। কিন্তু ৫৭ রানের মাথায় তাকে আউট করেন হার্দিক। তাতে অবশ্য বিশেষ সমস্যা হয়নি। দলকে জয়ের গণ্ডি পার করান নিকোলাস পুরান। ৮ উইকেটে ম্যাচ জেতে হায়দরাবাদ।