বিএনপির হরতাল–অবরোধে দেশের যেখানেই যানবাহন পোড়ানো কিংবা ভাঙচুর করা হোক, সেখানে আওয়ামী লীগের স্থানীয় নেতাদের গিয়ে তদন্ত করতে হবে। এ ঘটনায় কে জড়িত, তাঁর পিতা–মাতার নাম, বাড়ির ঠিকানা সব বৃত্তান্ত নিয়ে তালিকা করতে হবে। এরপর তালিকা ধরে প্রত্যেকের শাস্তি নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলটির সূত্রে জানা গেছে। এ ছাড়া নির্বাচন সময়মতো হবে জানিয়ে এর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ষড়যন্ত্র আছে। তবে এগুলো ঠেলে এগিয়ে যেতে হবে।’