একজন নেতা দলের মন্ত্রী–সংসদ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, নিজ দলের কর্মীদের অত্যাচার–নির্যাতনের অভিযোগ করেন। জবাবে শেখ হাসিনা বলেন, এ ধরনের কোনো অভিযোগ থাকলে তাঁর কাছে যাতে দেওয়া হয়। তিনি ব্যবস্থা নেবেন।
বিএনপি নির্বাচনে আসবে না—এটি নিশ্চিত ধরে না নিতে পরামর্শ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একজন নেতা বলেন, বিএনপি আসতেও পারে, না–ও আসতে পারে বলে মন্তব্য করেছেন দলীয় প্রধান। সেভাবেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি।
সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার পরে শুরু হওয়া বৈঠক প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে। শুরুতে সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে শোক প্রস্তাব ও দিবসভিত্তিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকেরা রিপোর্ট উপস্থাপন করেন।