খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন নভেম্বরে

খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন নভেম্বরে

উন্নত চিকিৎসার জন্য নভেম্বরে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে যাবেন মেডিকেল বোর্ডের সাত চিকিৎসক। ৮ নভেম্বর যাওয়ার সম্ভাব্য দিন ধরে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য বলেন, ‘খালেদা জিয়া প্রথমে লন্ডন যাবেন ছেলে তারেক রহমানের কাছে। বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সেখানে নেওয়া হবে। এর পর মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডা. জোবাইদা রহমানের দিকনির্দেশনায় চিকিৎসা শুরু হবে।’ খালেদা জিয়া উড়োজাহাজ ভ্রমণের জন্য উপযুক্ত কিনা– জানতে চাইলে বোর্ড সদস্য বলেন, ‘তিনি আগের চেয়ে ভালো আছেন। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শুরুর দিকে তিনি দেশ ছাড়তে পারবেন। তবে এখনই সুনির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। তিনি বাসায় মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আছেন। নেতাকর্মীর সঙ্গে তিনি নিয়মিত দেখা-সাক্ষাৎ করছেন।’

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাবেন মেডিকেল বোর্ডের সদস্য ডা. জাহিদ হোসেন, ডা. শাহাবুদ্দিন, ডা. শামসুল আরেফিন, ডা. নূর উদ্দিন, ডা. এফ এম সিদ্দিক, ডা. জাফর ও ডা. আল মামুন।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে প্রথমে লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া হবে। পরে তাঁকে তৃতীয় একটি দেশে মাল্টি ডিসিপ্ল্যানারি মেডিকেল সেন্টারে নেওয়া হবে। আমরা লং ডিসট্যান্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ভাড়ার বিষয়ে কাজ শুরু করেছি। তাঁর লিভার প্রতিস্থাপন করতে হবে। এটি যুক্তরাষ্ট্রে মাত্র দুই-একটি সেন্টার রয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়েও চিঠি দেওয়া হয়েছে।
৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ঢাকার এভারকেয়ার হাসপাতালে বিভিন্ন সময়ে আইসিইউতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ডের মাধ্যমে তাঁকে দীর্ঘ সময়ে চিকিৎসা নিতে হয়েছে।

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
এদিকে খালেদা জিয়ার নতুন পাসপোর্ট তিনি হাতে পেয়েছেন। গত ৬ আগস্ট দুপুরে দ্রুতগতিতে তাঁর পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়।

samakal