ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ দেশের জনগণ আর গ্রহণ করতে রাজি নয়: জি এম কাদের

জি এম কাদের
জি এম কাদেরফাইল ছবি

ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন এবং ক্ষমতায় থেকে নির্বাচনে অংশগ্রহণ—এটা দেশের জনগণ আর গ্রহণ করতে রাজি নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারমান জি এম কাদের। তিনি বলেন, এমনটা হলে অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে পারবে, এমন দাবি করতে পারে না।

আজ শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক মতবিনিময় সভায় এসব কথা বলেন জি এম কাদের। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক (চুন্নু) সভার সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, বর্তমান সরকারের বক্তব্যে এটা পরিষ্কার, ছাত্র সমন্বয়কদের মনোনয়নে এ সরকার গঠিত হয়েছে। ছাত্রদের দল গঠনে অন্তর্বর্তী সরকারের সমর্থন আছে, একথাও যথাযথ কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে। ফলে যাঁরা নির্বাচনে অংশ নেবেন বা দল গঠনে সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন—শুধু সেসব ব্যক্তি সরকার থেকে পদত্যাগ করলেই সে দল সরকারি আনুকূল্য পাবে না, এটা কতটুকু বিশ্বাসযোগ্য?
ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘প্রত্যেক নাগরিকেরই রাজনৈতিক দল গঠনের অধিকার আছে। তাঁদের মতাদর্শ তুলে ধরে জনগণের রায় চাইবেন, এতে আপত্তির কিছু নেই। নতুন প্রজন্মের যে তরুণেরা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন, তাঁদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। তাঁরা সামনে এগিয়ে যাক, দেশ ও জাতি তাঁদের কাছ থেকে ভালো কিছু পাবে, এটাই প্রত্যাশা।’

জি এম কাদেরের ভাষ্য, বর্তমান অন্তর্বর্তী সরকার নিজেদের নিরপেক্ষ দাবি করলেও রাজনৈতিক দল ও জনগণের কাছে সেটা কতটুকু বিশ্বাসযোগ্য হবে, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে। দেশের মানুষ চায় নির্বাচনের সময় যেন লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। সবার জন্য সমান সুযোগ থাকে। কোনো বিশেষ দল যেন সরকারি অর্থ ও সরকারের ক্ষমতার জোরে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, সেই নিশ্চয়তা চায় মানুষ।

মতবিনিময় সভায় আরও বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন (খোকা), প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর হোসেন, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, যুগ্ম দপ্তর সম্পাদক সমরেশ মণ্ডল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here