ক্রিকেটকে বিদায় বললেন হাশিম আমলা

  •  ১৮ জানুয়ারি ২০২৩, ২১:৫৭
ক্রিকেটকে বিদায় বললেন হাশিম আমলা – ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটার হাশিম আমলা সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় বলা আমলা এবার ঘরোয়া ক্রিকেটকেও বিদায় বলে দিচ্ছেন।

প্রায় দুই দশকের ক্যারিয়ারে ৩৯ বছর বয়সী হাশিম আমলা ৩৪,১০৪ রান করেছেন সব ফরম্যাট (পেশাদার) মিলে।

১৯৯৯/২০০০ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে পথচলা শুরু হাশিম আমলার। ক্যারিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২০২২ সালের সেপ্টেম্বরে। ২৬৫ ম্যাচের প্রথম শ্রেণির ক্যারিয়ারে রান ১৯,৫২১। ৯৩ ফিফটি, ৫৭ সেঞ্চুরি। ক্যারিয়ার শেষ করেছেন সারের হয়ে খেলে।

২৪৭টি লিস্ট এ ম্যাচ খেলে হাশিম আমলার রান ১০,০২০। ৫২ ফিফটির সাথে আছে ৩০ সেঞ্চুরি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলেছেন ১৬৪ ম্যাচ। সেখানে ২ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে করেছেন ৪৫৬৩ রান।

২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আমলা।