- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ জানুয়ারি ২০২২, ১৯:৩৩
ক্রিকেটার হিসেবে বিশ্বমানের। তবে মানবিক গুনাবলির কথা আসলে অনেকটাই পিছিয়ে বিরাট কোহলি। বিশেষ করে তার প্রবল অহংকার বোধ সবার জানা। আর সেটার কারণে যে ক্যারিয়ার তার অনেকটাই নিম্নগামী, তা সু স্পষ্ট। কয়েকমাসের ব্যবধানে শেষ হয়ে গেছে কোহলির অধিনায়ক পর্ব। ক্রিকেটের সব ফরম্যাটে কোহলিকে খেলতে হবে অন্য অধিনায়কের নেতৃত্বে। সেখানে কেমন করবেন কোহলি? তার পথ বাতলে দিয়েছেন ভারতের সাবেক গ্রেট কপিল দেব। তিনি বলেছেন, নিজের অহংকার ঝেড়ে ফেলে অন্যের অধীনে খেলার মানসিকতা গড়ে তুলতে হবে কোহলিকে।
সম্প্রতি টেস্টের অধিনায়কত্ব ছেড়েছেন কোহলি। এর আগে হারান ওয়ানডে নেতৃত্ব। তারও আগে ছেড়ে দেন টি-টোয়েন্টি ও আইপিএলে রয়্যার চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দায়িত্বও। সব মিলিয়ে কোহলির গায়ে নেই এখন অধিনায়কের তকমা। টেস্টে ৬৮ ম্যাচের মধ্যে কোহলির জয় ৪০টিতে। ভারতের সফলতম টেস্ট অধিনায়ক তিনিই।
সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব কোহলির টেস্ট থেকে সরে দাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘বিরাটের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাই। টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেয়ার পর থেকেই ও অনেক চাপে ছিল। তাই নিশ্চিন্তে খেলার জন্য অধিনায়কত্ব ছেড়ে দেয়াটাই ভালো সিদ্ধান্ত।’
কোহলিকে খেলতে হবে এখন অন্য অধিনায়কের নেতৃত্বে। এ ক্ষেত্রে কোহলিকে ঝেড়ে ফেলতে হবে সব আত্মভরিতা। কপিল বলেন, ‘নিজের অহংকারকে একপাশে সরিয়ে তরুণ একজনের অধীনে খেলার মানসিকতা গড়ে তুলতে হবে কোহলিকে। এটা ওকে আর ভারতীয় ক্রিকেটকে সাহায্য করবে। সুনীল গাভাস্কার আমার অধীনে খেলেছেন, আমি নিজে খেলেছি কৃষ্ণমাচারি শ্রীকান্ত আর মোহাম্মদ আজহারউদ্দিনের অধীনে। আমার কোনো ইগো ছিল না।’