ঐতিহাসিক টেস্ট জয় আয়ারল্যান্ডের

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ০১ মার্চ ২০২৪, ২১:৪১
ঐতিহাসিক টেস্ট জয় আয়ারল্যান্ডের – ছবি : সংগৃহীত

নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড ক্রিকেট দল।

আবু ধাবির টলারেন্স ওভালে অনুষ্ঠিত সিরিজের একমাত্র টেস্টে তৃতীয় দিনে আয়ারল্যান্ড ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তানকে।

২০১৭ সালের ২২ জুন টেস্ট মর্যাদা পাবার পর অষ্টম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল আয়ারল্যান্ড।

টেস্ট জয়ের জন্য আয়ারল্যান্ডকে ১১১ রানের টার্গেট ছুঁড়ে দেয় আফগানিস্তান। জবাবে অধিনায়ক এন্ডি বলবির্নির হাফ-সেঞ্চুরিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ নেয় আইরিশরা। বলবির্নি ৫৮ ও লরকান টাকার ২৭ রানে অপরাজিত থাকেন।

এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ডের পেসার মার্ক অ্যাডায়ারের বোলিং তোপে ১৫৫ রানে অলআউট হয় আফগানিস্তান। ৩৯ রানে ৫ উইকেট নেন অ্যাডায়ার।

এরপর নিজেদের প্রথম ইনিংসে পল স্ট্রার্লিংয়ের হাফ-সেঞ্চুরিতে ২৬৩ রান করে আয়ারল্যান্ড। প্রথম ইনিংস থেকে ১০৮ রানের লিড পায় আইরিশরা। স্ট্রালিং ৫২ রান করেন।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২১৮ রান করে আফগানিস্তান। এই ইনিংসে দলের পক্ষে অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি সর্বোচ্চ ৫৫ রান করেন। আয়ারল্যান্ডের অ্যাডায়ার-বেরি ম্যাককার্থি ও ক্রেইগ ইয়ং ৩টি করে উইকেট নেন। ম্যাচে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অ্যাডায়ার।

২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম সাক্ষাৎতে ৭ উইকেটে জয় পেয়েছিলো আফগানিস্তান। টেস্ট মর্যাদার পর ৯ ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পেলো আফগানরা।

আগামী ৭ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।