এমবাপ্পের জায়গায় রাশফোর্ড!

কিলিয়ান এমবাপ্পের পরবর্তী গন্তব্য এরই মধ্যে জেনে ফেলেছেন সবাই। কিন্তু কিলিয়ান চলে গেলে তাঁর জায়গায় কাকে খেলাবে পিএসজি, সেটা নিয়ে চলছে কানাঘুষা।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমস জানিয়েছে, এমবাপ্পে চলে যাওয়ার পর তাঁর শূন্যতা পূরণে ম্যানইউ থেকে মার্কাস রাশফোর্ডকে আনতে চায় ফরাসি ক্লাবটি। যদিও তাদের নজরে একাধিক ফরোয়ার্ড। যেখানে রাশফোর্ড ছাড়াও এসি মিলানের রাফায়েল লিও এবং নাপোলির গোলমেশিন ভিক্টর ওসিমহেন রয়েছেন। এই তিনজনের একজনকে রিক্রুট করতে পারে পিএসজি।

এদিকে এমবাপ্পের রিয়ালে যাওয়ার খবরে মাদ্রিদে চলছে নানা হিসাবনিকাশ। মূলত কিলিয়ান সেখানে যোগ দেওয়ার পর তাদের আক্রমণভাগে বড় একটা রদবদল হবে। আর সেই পরিবর্তন আনতে গিয়ে কোপটা পড়তে পারে ভিনিসিয়ুস জুনিয়রের ঘাড়ে। যদি কিলিয়ান তাঁর পথটা পেয়েই যান, তাহলে এমনও হতে পারে ভিনিকে অন্য কোনো ক্লাবে ধারে কিংবা নগদ ফির বিনিময়ে বেচে দেবে রিয়াল। যেমনটা হয়েছিল করিম বেনজেমার বেলায়।
samakal