বিএনপির সমাবেশের ফাইল ছবি
একতরফা ও পাতানো’ নির্বাচনের সঙ্গে জড়িতদের ‘জনগণের আদালতে’ বিচার করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিএনপি। মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে দেশ-জাতি ও আন্তর্জাতিক মহলের মতামতকে উপেক্ষা করে প্রহসনের নির্বাচন করার জেদ অব্যাহত রেখেছে বর্তমান শাসকগোষ্ঠী। সরকার মনে করছে- তারা সবাই পার হয়ে যেতে পারবে। তবে সরকার, নির্বাচন কমিশন এবং দালালরা এরা কেউ ছাড় পাবেন না। জনগণের আদালত গঠিত হচ্ছে এবং এই আদালতে তাদের প্রত্যেকটি অপকর্মের জবাব দিতে হবে।’
রিজভী বলেন, ‘সরকার তার অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে গিয়ে বাংলাদেশের ভবিষ্যতকে ধ্বংস করছে। গার্মেন্টস শিল্প ধ্বংসের দ্বার প্রান্তে। এর ওপর যদি গার্মেন্টেস পণ্য রপ্তানির ওপরে নিষেধাজ্ঞা আসে কত মানুষ যে বেকার হবে, কত নারী যে বেকার হবে, কী পরিমাণ এই ছোট্ট একটি ভূখণ্ডের এত মানুষ ১৮০ মিলিয়ন মানুষ যাদের কর্মসংস্থান যদি না থাকে, গার্মেন্টস শিল্পের ওপর যদি আঘাত আসে তাহলে কী পরিণতি হবে সরকার সেটা ভাবছে না। আওয়ামী লীগ দেশ চায় না, ক্ষমতায় থাকতে চায়। এ জন্যই খেল-তামাশার নির্বাচন করার জন্য তারা মরিয়া। আর এটা করতে গিয়ে এ দেশকে কী পরিমাণ খেসারত দিতে হচ্ছে এবং হবে তার কোনো পরিমাপ নেই।’
রিজভী বলেন, ‘সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের ২৮৫ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। ১৫ মামলায় ১ হাজার ৩৯৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ৬৫ নেতাকর্মী আহত হয়েছেন।’
সমকাল