- ইবি সংবাদদাতা
- ১৭ সেপ্টেম্বর ২০২২
ইসলামী বিশ্ববিদ্যলয়ের (ইবি) ভিসির কার্যালয়ে পিএস আইয়ুব আলীর কক্ষে ভাংচুর করেছে চাকরির দাবিতে আন্দোলনরত শাখা ছাত্রলীগের সাবেক নেতারা।
এ সময় কক্ষের টেবিল ভাংচুর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল ফেলে দেন আন্দোলনকারীরা। এছাড়া শারীরিকভাবে হেনস্তার অভিযোগ করে এর বিচার দাবি করেছেন আইয়ুব আলী।
জানা যায়, দুপুর ২টার দিকে চাকরিপ্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা টিটু মিজান ও রাসেল জোয়ার্দারের নেতৃত্বে প্রায় ১৫ জন আই্য়ুব আলীর অফিসে ঢুকেন। একইসাথে তাদের ফাইলের কাজ হচ্ছে না কেন জিজ্ঞেস করেন তারা। এ সময় ফাইলের বিষয়ে ভিসির সাথে কথা বলতে বলেন ভুক্তভোগী আইয়ুব আলী। এতে ক্ষিপ্ত হয়ে চাকরিপ্রত্যাশীরা তার কক্ষের টেবিল ভাংচুর ও টেবিলে থাকা ফাইলপত্র ছুড়ে ফেলে দেন বলে অভিযোগ তার।
এ সময় তারা দাবি করেন, ভিসির পিএস ছাত্রলীগ ও বঙ্গবন্ধুর নামে কটূক্তি করেছেন। তবে কটূক্তিমূলক কি কথা বলেছেন প্রশ্ন করা হলে তার সদুত্তর দিতে পারেননি কেউ।
এ সময় অস্থায়ী চাকরিজীবী পরিষদের সভাপতি টিটু মিজান, সাধারণ সম্পাদক রাসেল জোয়াদ্দার ও শাহজাহান কবির সোহেলসহ প্রায় ৩০ জন চাকরিপ্রত্যাশী উপস্থিত ছিলেন।
টিটু মিজান বলেন, ‘আমরা আমাদের ফাইলের কাজ কেন হচ্ছে না জিজ্ঞেস করলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। আমরা ছাত্রলীগের কথা বললে তিনি বলেন ছাত্রলীগ দেখার সময় নাই। এ রকম অনেক কিছু দেখে আসছি।‘
আইয়ুব আলী বলেন, ‘তারা অফিসে এসে কিছু বুঝে ওঠার আগেই ভাংচুর শুরু করেন এবং আমাকে শারীরিকভাবে হেনস্তা করেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, একজন কর্মকর্তার অফিসে এমন হামলা মেনে নেয়া যায় না। আমরা এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হেসেনের সাথে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি।