- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ এপ্রিল ২০২২, ১১:২০
ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের পেনাল্টির ধাক্কা সামলে উঠতে পারলো না বার্সেলোনা। একে একে স্প্যানিশ দলটির জালে তিনবার বল পাঠালো আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে শেষ দিকে দুই গোল শোধ করলেও লাভ হলো না কাতালানদের।
বৃহস্পতিবার রাতে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে হেরে বিদায় নিয়েছে বার্সেলোনা। ফ্রাঙ্কফুর্টের মাঠে প্রথম লেগের ম্যাচ ছিলো ১-১ গোলে ড্র। দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে এসে ৩-২ গোলে জিতে ৪-৩ গোলে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে জার্মান ক্লাবটি।
ম্যাচের মাত্র তিন মিনিটের মাথায় ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষ দলের ইয়াসপের লিন্ডস্ট্রোমকে পেছন থেকে ফাউল করেন এরিক গার্সিয়া। সাথে সাথে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ম্যাচের শুরুতেই এমন সুবর্ণ সুযোগ পেয়ে দলকে এগিয়ে দিতে একদমই ভুল হয়নি ফিলিপ কোস্তিচের।
বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৩৬ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করে ফ্রাঙ্কফুর্ট। এবার স্কোরশিটে নাম তোলেন রাফায়েল সান্তোস মৌরি। আর ম্যাচের ৬৭ মিনিটে গিয়ে কোস্তিচের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলে ফ্রাঙ্কফুর্টের সেমির টিকিট প্রায় নিশ্চিত হয়ে যায়।
তবে তখনও বাকি ছিল বার্সেলোনার আক্ষেপের দীর্ঘশ্বাস। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে বার্সার হয়ে ব্যবধান কমান সার্জিও বুসকেটস। এর খানিক পরেই ডি-বক্সে ফাউলের শিকার হন লুক ডি ইয়ং, লাল কার্ড দেখেন এভান দিকা। পেনাল্টি থেকে বার্সার হয়ে দ্বিতীয় গোলটি করেন মেমফিস ডিপাই।