‘আয়নাঘর’ মানুষের সামনে ভয়াবহ চিত্র হাজির করেছে: গণসংহতি আন্দোলন

বিবৃতিতে আরও বলা হয়, সরকার সর্ব অর্থেই মানবাধিকার পরিস্থিতি লঙ্ঘন করে চলেছে। এমনকি আইনবহির্ভূত দমন-পীড়নের সহযোগী কতিপয় ব্যক্তিকে রক্ষা করতে পুরো দেশ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিশ্বের দরবারে হেয়প্রতিপন্ন করতে কুণ্ঠাবোধ করছে না। তাদের কাছে দেশের নাগরিকদের মানবাধিকারের ন্যূনতম নিশ্চয়তা নেই। অবিলম্বে সরকারকে পদত্যাগে বাধ্য করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশে শাসনব্যবস্থা বদলানোর সংগ্রাম গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানানো হয় বিবৃতিতে।