আফগানদের উড়িয়ে সিরিজ জিতল যুবারা

আফগানদের উড়িয়ে সিরিজ জিতল যুবারা – ছবি : সংগৃহীত

টানা দুই জয়ের পর সিরিজ জয়ের অপেক্ষায় ছিল যুবারা। সেটা তৃতীয় ম্যাচেই হয়ে যাবে, নিশ্চিত ছিল না। তবে শেষ পর্যন্ত তা হয়ে গেল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পায়নি আফগান যুবারা। বাংলাদেশ ম্যাচ জিতেছে হেসেখেলে, ১২১ রানের ব্যবধানে। দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ। ব্যবধান ৩-০।

টস জিতে আগে ব্যাট করতে নেমে আইচ মোল্লার সেঞ্চুরিতে ৬ উইকেটে ২২২ রান করে বাংলাদেশ। জবাবে ১০১ রানে গুটিয়ে যায় আফগানরা। ওভার খেলতে পেরেছে মাত্র ৩৯.৪ ওভার।

ওপেনার সুলিমান সাফি ৫৫ বলে করেন ১৮ রান। আরেক ওপেনার সাবুন ৩৬ বলে করেন মাত্র ৯ রান। মিডল অর্ডারে জাহিদুল্লাহ সালামি ১৮ বলে করেন ১৩ রান। শেষের ছয় ব্যাটসম্যান ছুতে পারেননি দুই অঙ্কের রান।
বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন আগের ম্যাচে চার উইকেট নেয়া নাঈমুর রহমান। রিপন মন্ডল তিনটি ও আরিফুল ইসলাম নেন দু’টি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশও। মাত্র ৬ রানের মাথায় বিদায় নেন দুই টপ অর্ডার। ৬ বলে এক রান করে প্রথমে বিদায় নেন প্রান্তিক নওরোজ নাবিল। এরপর রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন খালিদ হাসান। তিনিও বল খেলেন ৬টি।

অধিনায়ক মেহরব ১৬ বলে মাত্র ৭ রান করে আউট হন নাভিদের বলে এলবির শিকার হয়ে। শেষের দিকের ব্যাটসম্যানরা ভালো খেলেছেন। ২০ বলে ৩২ রানে অপরাজিত থাকেন আব্দুল্লাহ আল মামুন। ২৭ বলে ১৮ রান করেন তাহজিবুল ইসলাম। বল হাতে আফগানদের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন ফয়সাল খান।