ঢাকা
দলের নেত্রীর পরামর্শ মেনে বিএনপির নেতা-কর্মীদের পদ্মা সেতুতে না ওঠার পরামর্শ দিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শাজাহান খান। তিনি বলেছেন, বিএনপির নেতা–কর্মীদের জন্য পদ্মা নদীতে ‘নৌকা’ রাখা হবে।
রোববার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে শাজাহান খান এ কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘পদ্মা সেতুর নির্মাণকাজ চলাকালে খালেদা জিয়া ঈর্ষান্বিত হয়ে বলেছিলেন, “আওয়ামী লীগ পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না। পদ্মা সেতু জোড়াতালি দিয়ে বানানো হচ্ছে। উঠতে রিস্ক আছে। আপনারা কেউ পদ্মা সেতুতে উঠবেন না।”’
শাজাহান খান বলেন, ‘বিএনপি নেতারা এখানে আছেন। দয়া করে আপনারা কেউ পদ্মা সেতু পার হবেন না। আপনাদের নেত্রীর নির্দেশ অমান্য করবেন না। আপনাদের জন্য আমরা নদীর পাড়ে নৌকা রেখে দেব। সেই নৌকায় দরকার হলে আপনাদের পার করব। এই নৌকা স্বাধীনতা এনেছে। বাংলাদেশের উন্নয়ন সাধন করেছ এই নৌকা। নৌকায় আপনাদের আসতে হবে।’
মাদারীপুরের এই সংসদ সদস্য বলেন, তিনি আনন্দে আত্মহারা মাদারীপুর থেকে পদ্মা সেতু পাড়ি দিয়ে মাত্র দুই ঘণ্টায় ঢাকা পৌঁছেছেন। সেতু পার হতে সময় লেগেছে পাঁচ মিনিট।