আওয়ামী লীগ সমাজকে দূষিত করে তুলেছে: ফখরুল

logo

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

(২০ ঘন্টা আগে) ১০ মার্চ ২০২৩, শুক্রবার, ১২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫২ অপরাহ্ন

mzamin

আওয়ামী লীগ সমাজকে দূষিত করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তারা দেশে একনায়কতন্ত্র কায়েম করতে ৭৫ এর মতো দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে গেছে। শুক্রবার দুপুরে সিলেটের রেজিস্ট্রারি মাঠে মহানগর বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধানকে নিজেদের মতো করে নিয়েছে, অর্থনৈতিক ও শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থাকে নিজেদের মতো করে পরিচালিত করছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের ব্যর্থতার কারনে দেশে আজ একের পর এক বিস্ফোরণ হচ্ছে। মানুষ মারা যাচ্ছে। এই সরকারকে না হটালে দেশে শান্তির পরিবেশ ফিরে আসবে না।

সম্মেলনে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।