আওয়ামী লীগ মানেই দুর্ভিক্ষ আর দুর্নীতি’: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীফাইল ছবি

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘আওয়ামী লীগ আর দুর্ভিক্ষ একে অপরের পরিপূরক। আওয়ামী লীগ মানেই দুর্ভিক্ষ আর দুর্নীতি।’

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশে দুর্ভিক্ষ আসে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘১৯৭৪ সালে যেভাবে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাট, টাকা পাচার, অবিচার–অনিয়মের কারণে দেশে এখন আবারও সেই দুর্ভিক্ষ পরিস্থিতি দেখা দিয়েছে।’

আজ শনিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

‘ইতিমধ্যেই শেখ হাসিনার অপশাসনে দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে’, এমন অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, দেশটাকে লুটেলুটে খেয়ে দুর্ভিক্ষের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।

বিএনপির এই মুখপাত্র অভিযোগ করেন, ‘বিনা ভোটের সরকার দেশের সব সম্পদ লুটপাট করে রাজকোষ শেষ করেছে। আমদানি করার মতো ডলার নেই। এলসি বন্ধ। সব টাকা বিদেশে পাচার করেছে। ১০০ বিলিয়ন ডলারের বেশি ঋণের পাহাড় আর ১৫ বিলিয়ন ডলারের তলানিতে রিজার্ভ। ১৫ বছরের বেশি সময় ধরে রাষ্ট্রক্ষমতা দখলে রেখে, উন্নয়নের গল্প শুনিয়ে আর দেশকে স্বয়ংসম্পূর্ণ করার গলাবাজি করে এখন বলছেন দুর্ভিক্ষ সৃষ্টি করবে বিএনপি! কী হাস্যকর কথা!’

রুহুল কবির রিজভী বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম আইন অনুযায়ী, কোনো ব্যক্তিকে গুম করা একটি মানবাধিকারবিরোধী অপরাধ। স্বৈরতান্ত্রিক রাষ্ট্রগুলো সমাজের মধ্যে ত্রাস ছড়িয়ে দিতে এই ভয়াবহ অপরাধটি করে থাকে। বাংলাদেশেও গণতন্ত্রের জন্য আন্দোলনরত বিএনপিসহ বিরোধীদলীয় রাজনৈতিক দলগুলোর নেতা–কর্মী ও সমর্থকেরা গুমের ঘটনাগুলোর সবচেয়ে বেশি শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।