ইসলামিক ফাউন্ডেশন এর ইমাম নিয়োগ-অপসারণ এর ক্ষেত্রে একটি বিধি আছে। এই বিধি অনুসরণ করে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। তার বিরুদ্ধে একটি সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা হয়েছে। একই সঙ্গে দু’জন খতিব থাকার সুযোগ আছে কিনা জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, দু’জন নয়। কাবা শরিফে ৪ জন খতিব আছেন। এখানে তিনি যেহেতু অনুপস্থিত ছিলেন তাই আমরা ৪ জন ইমামকে নিয়োগ দিয়েছি। একেক জুমাতে একেক জন নামাজ পড়াবেন। এবং নামাজ আদায় করা। তার পদ শূণ্য হওয়াতে একটি বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে একজন কিংবা একাধিক ইমাম এর একটি প্যানেল করে খতিব হিসেবে নিয়োগ দেয়া হবে। অথবা একজনও হতে পারে বলে জানিয়েছেন। এর আগে গত শুক্রবার নামাজের খুতবা চলাকালীন সাবেক খতিব রুহুল আমিনের নেতৃত্বে বেশকিছু মুসল্লি মসজিদে প্রবেশ করে একপর্যায়ে তারা বর্তমান খতিবের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেয়। এ সময় মুসল্লিদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তিনজনকে আটক করেছে।
manabzamin