অধিনায়ক সোহানের সেঞ্চুরিতে দাপুটে জয় ধানমণ্ডির

logo

স্পোর্টস রিপোর্টার

১৭ মার্চ ২০২৫, সোমবার

mzamin

facebook sharing button

স্কোরবোর্ডে ৭৬ রান জমা হতেই ৪ উইকেট হারিয়ে ফেলে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব। দলের বিপদে হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সানজামুল ইসলামকে নিয়ে পাড়ি দেন লম্বা পথ। এর মধ্যে সোহানের ব্যাট থেকে আসে দুর্দান্ত এক সেঞ্চুরি আর ধানমণ্ডি পায় লড়াকু সংগ্রহ। এরপর কামরুল ইসলাম রাব্বি ও সানজামুল ইসলামের বোলিংয়ে শাইনপুকুরকে অল্পতে গুটিয়ে সহজ জয় পায় সোহানের দল।

ঢাকা প্রিমিয়ার লীগের পঞ্চম রাউন্ডের ম্যাচে গতকাল শাইনপুকুরকে ৯৭ রানে হারায় ধানমন্ডি। টস জিতে আগে ব্যাটিং করা দলটি ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রানের সংগ্রহ পায়। ১৩১ বলে অপরাজিত ১৩২ রানের ইনিংস খেলেন অধিনায়ক সোহান। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। জবাবে ১৮০ রানে গুটিয়ে যায় শাইনপুকুরের ইনিংস। ৫ ম্যাচে এটা ধানমন্ডির তৃতীয় জয়, টেবিলের ৭ নম্বরে আছে তারা। সমান ম্যাচে চতুর্থ হার দেখা শাইনপুকুর আছে টেবিলের ১১ নম্বরে।

রান তাড়ায় ৪৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে শাইনপুকুর। রহিম আহমেদ ও মিনহাজুল সাব্বির মিলে প্রতিরোধ গড়েন। দুজনের জুটিতে আসে ৬৯ রান। ৪২ রান করা রহিম বিদায় নিলে ভাঙে তাদের জুটি। ৭ রানের ব্যবধানে ড্রেসিংরুমের পথ ধরেন মিনহাজও। তার ব্যাট থেকে আসে ৩৫ রান। এরপর আর কেউ উইকেটে থিতু হতে পারেননি।  শেষ পর্যন্ত ৪.১ ওভার বাকি থাকতেই ১৮০ রানে থামে শাইনপুকুরের ইনিংস। ধানমন্ডির হয়ে পেসার কামরুল ইসলাম রাব্বি ৩টা ও স্পিনার সানজামুল ইসলাম নেন ৪ উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে প্রথম পাওয়ার প্লের ১০ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে ধানমন্ডি। একে একে ফিরে যান জাকিরুল ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি ও ইয়াসি আলী চৌধুরী। তখনও একপ্রান্ত আগলে রেখে লড়ছিলেন হাবিবুর রহমান। তবে ১৭তম ওভারে তিনি ধরেন ড্রেসিংরুমের পথ। তার ব্যাট থেকে আসে ৪২ বলে ৭ চার ও ১ ছক্কায় ৪৫ রান।

এরপরই দলের হাল ধরেন সানজামুল ইসলাম ও অধিনায়ক সোহান। পঞ্চম উইকেট জুটিতে গড়েন ১১৩ রানের জুটি। সানজামুল ফিরে যান ৪০ রানে। ৫৪ বলের ইনিংসে ২ চার ও ১ ছক্কা হাঁকান এই বাহাতি ব্যাটার। এর আগে ৬৪ বলে ফিফটি পূর্ণ করেন সোহান। পরের ৫০ করতে খেলেন ঠিক ৫০ বল। ১১৪ বলে সেঞ্চুরি পূর্ণ করা সোহান শেষ অপরাজিত ছিলেন ১৩২ রানে। এদিন তার ব্যাট থেকে আসে ১৩ চার ও ৪ ছক্কা। শাইনপুকুরের হয়ে ৩ উইকেট নেন রায়ান রাফসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here