অধিনায়কত্ব নিয়ে নিজেদের ভাবনা জানালেন তাসকিন-হৃদয়

অধিনায়কত্ব নিয়ে নিজেদের ভাবনা জানালেন তাসকিন-হৃদয়

দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষেই জাতীয় দলের নেতৃত্ব ছাড়বেন নাজমুল হোসেন শান্ত। এমন খবর যখন ছড়িয়ে পড়ে, তখন নতুন অধিনায়কের তালিকায় ছিলেন মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয় ও তাসকিন আহমেদ। যদিও শেষ পর্যন্ত শান্তর নেতৃত্বেই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আফগানিস্তান সিরিজের আগে সেই প্রশ্নের উত্তরই জানতে চাওয়া হয় হৃদয় ও তাসকিনের কাছে। দুজনেই অবশ্য সরাসরি কিছু বললেন না। বল ঠেলে দিলেন ক্রিকেট বোর্ডের কোর্টে।

তাসকিন বলেন, ‘এগুলো পুরোটাই বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি চায় তবে কেন নয়? কিন্তু এটা ভাই বোর্ডের সিদ্ধান্ত।’

হৃদয় বলেন, ‘এই বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। এটা আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুইজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা আছে দায়িত্বে, তারা ভালো জানবেন।’

ডানহাতি এই ব্যাটার আরও বলেন, ‘আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া হোক। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’

samakal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here